• ঢাকা
  • বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যবনিকাপাত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১১ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম;
যবনিকাপাত 
যবনিকাপাত 

যবনিকাপাত .

মিজানুর রহমান মিজান .

জালিমের জুলুমে, কত বলবো কলমে .

কভু নাহি কমে, বহে শুধু অশ্রুপাত।। .

আজ একটি উপলক্ষ্য, কাল আরেকটি লক্ষ্য .

স্থির থাকে না বাক্য,দাড়ায় না একপাত।। .

একটির দিলে জবাব, অন্যটি দিয়ে দেখায় অভাব .

এ যে তার নিত্য স্বভাব, লাজ লজ্জায় হয় না কুপোকাত।। .

নিত্য নুতন দেখায় অভাব, মিটে না সাধ  ধরে ভাব .

সদা মত্ত দেখে খাব, বহে শুধু অভিসম্পাত।। .

আজ বলে সে ডানে যাবে, কাল তা পাল্টায় সর্বে .

মিথ্যা ছলনায় রয় ডুবে, বলার হয় না নিপাত।। .

সহে না সহে না যন্ত্রণা, ভাব ধরে করে ছলনা .

পাবার ধান্ধায় প্রতারণা, হয় না যবনিকাপাত।। .

লেখক মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব, সিলেট। .

 .

 তারিখ ৮/১০/২০২১ইংরাজি।.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ